RG Kar Live: ধর্মঘট পালন করছে SUCI, উত্তেজনা ছড়াল বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডের সামনে
ABP Ananda Live: সকাল ১১টা নাগাদ বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডের সামনে ডায়মন্ড হারবার রোড অবরোধ করেন SUCI-এর সমর্থকরা। একের পর এক গাড়ি আটকে পড়তেই, শুরু হয় পুলিশি তৎপরতা। পুলিশ অবরোধ সরাতে গেলে, দু'পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। বৃষ্টির মধ্যেই ধাক্কা দিয়ে, টেনে হিঁচড়ে, ধর্মঘটিদের সরিয়ে দেয় পুলিশ।
আরও খবর, আর জি কর হাসপাতালে পুলিশের উপস্থিতিতে দুষ্কৃতী। তাণ্ডবের প্রতিবাদে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘট পালন করছে SUCI। সকাল ৬টা থেকে চলছে ধর্মঘট। জেলায় জেলায় ধরা পড়েছে বিক্ষিপ্ত অশান্তির ছবি। SUCI-এর ধর্মঘট ঘিরে সাত সকালে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। SUCI কর্মী সমর্থকরা কেশিয়ারি মোড়ে মিছিল করে বাস, গাড়ি আটকানোর চেষ্টা করতেই, পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। তা ধস্তাধস্তি পর্যন্ত গড়ায়।
Tags :
SUCI Health Minister Doctors Protest CBI Investigation West Bengal News CALCUTTA HIGH COURT BEHALA Kolkata Doctor Death Kolkata Doctor Murder Kolkata Lady Doctor Murder Kolkata Doctor Murder Case Updates