RG Kar Update: পুলিশের ভূমিকায় প্রশ্ন আরজি করের নার্সদের, তুমুল বিক্ষোভ। ABP Ananda Live
ABP Ananda Live: আরজি করে নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পাল আজ সকালে বিক্ষোভের মুখে পড়েন। নিরাপত্তার দাবিতে নতুন অধ্যক্ষকে ঘেরাও করেন নার্সিং স্টাফরা। তাঁদের দাবি, হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার রাতে তাণ্ডব চলেছে আরজি কর হাসপাতালে। নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ। নার্সিং স্টাফদের অভিযোগ, পুলিশ তাঁদের নিরাপত্তা দেয়নি, উল্টে পুলিশকেই নিরাপত্তা দিতে হয়েছে তাঁদের, বাথরুমে লুকিয়ে থাকার জায়গা চায় পুলিশ। এরই জেরে বৃহস্পতিবার সকালে অধ্যক্ষকে ঘেরাও করেন নার্সিং স্টাফরা। প্রসঙ্গত উল্লেখ্য, এদিক সকালে রাহ্যপাল সিভি আনন্দ বোস গিয়েছিলেন আরজি কর হাসপাতালে। তাঁর সঙ্গে বৈঠকও করেন অধ্যক্ষ। গতকাল রাতে সশস্ত্র বহিরাগতদের তাণ্ডব চালানোর সময় উল্টে পুলিশকেই নিরাপত্তা দিতে হয়েছে তাঁদের। স্ত্রীরোগ বিভাগের শৌচাগারে লুকিয়ে ছিলেন পুলিশ কর্মীরা। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও বহিরাগতদের আটকানোর কোনও চেষ্টাই করেনি পুলিশ। উল্টে নিজেরা সরে গিয়ে দুষ্কৃতীদের ঢোকার রাস্তা পুলিশই করে দিয়েছিল বলে তাঁদের অভিযোগ। হাসপাতালের অধ্যক্ষ, সুপার-সহ প্রশাসনের কেউই ঘটনার পর তাঁদের খোঁজ নেননি বলে দাবি করেছেন বিক্ষোভকারী নার্সিং স্টাফরা। মধ্যরাতে রণক্ষেত্র আর জি কর মেডিক্যাল কলেজ। পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে ভাঙচুর চালানো হল হাসপাতালে। এখানেই প্রশ্ন উঠছে, প্রতিবাদ থেকে নজর ঘোরাতেই কি ময়দানে নামানো হল দুষ্কৃতীদের? শুরুতেই কেন ভাঙচুর আটকাল না পুলিশ?