
RG Kar News: অভয়ার জন্মদিনে ফের পথে নামার ডাক, মিছিলে হাঁটবের সন্তানহারা মা-বাবা
RG Kar Update: আজ অভয়ার জন্মদিন। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মিছিলে হাঁটবের সন্তানহারা মা-বাবা। মেয়ের জন্মদিনে বিচার চেয়ে আজ ফের পথে অভয়ার পরিবার। আর জি করে ভর্তি না করালে মেয়েটা বেঁচে যেত, আক্ষেপ সন্তানহারা মা-বাবার। চিকিৎসক ধর্ষণ-খুনের ৬ মাস। নিহতের জন্মদিনে পথে নামছে অভয়া মঞ্চ। কলেজ স্ট্রিট থেকে মিছিলের ডাক। বিচার চেয়ে আর জি করে অভয়ার জন্মদিন পালন। আর কি কর আন্দোলনে ফান্ড নিয়ে দুর্নীতির অভিযোগ। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ৭ জনকে তলব পুলিশের। ভিডিও কনফারেন্সে অনিকেতকে জিজ্ঞাসাবাদ।
ছাইয়ের গাদায় শেষ সম্বলটুকুর মরিয়া খোঁজ, নারকেলডাঙায় দমকল দেরিতে আসাতেই এত ক্ষতি, অভিযোগ স্থানীয়দের
নারকেলডাঙার ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয়েছ এক ব্যক্তির। মৃতের নাম হাবিবুল্লা মোল্লা। বয়স ৫০ বছর। তিনি উত্তর ২৪ পরগনার ন্যাজাটের বাসিন্দা। কর্মসূত্রে থাকতেন নারকেলডাঙার খাল পাড়ের এই বস্তিতে। মৃতের বোন জানিয়েছেন, শনিবার রাতে দরজা বন্ধ করে ঘুমিয়েছিলেন তিনি। তারপর আগুন লাগায় সেখানেই সব শেষ হয়ে গিয়েছে। প্রথমে তাঁরা হাবিবুল্লাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে ঘরের মধ্যে শায়িত অবস্থায় পাওয়া যায় তাঁকে।