RG Kar News: হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, আর জি কর কাণ্ডে সিবিআইয়ের মামলা গ্রহণ
RG Kar Update: আর.জি করের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের দায়ের করা মামলা গ্রহণ করল না হাইকোর্ট । এই মামলা করা অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থা, অর্থাৎ সিবিআইয়ের' । নির্দেশে জানাল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ । সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই, নির্দেশে জানাল কলকাতা হাইকোর্ট। আর জি করের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির সাজার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সিবিআইয়ের বক্তব্য ছিল যে রাজ্য এই মামলা করতে পারে না। তদন্তের ভার ছিল সিবিআইয়ের হাতে, তাই এই মামলা করার অধিকার রয়েছে একমাত্র তাদেরই।
Tags :
RG Kar Medical College Kolkata Doctor Death News Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details Kolkata Rape Murder