RG Kar live:উত্তাল ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল,রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে 'গো ব্যাক' স্লোগান

ABP Ananda Live: বিক্ষোভে উত্তাল ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষকে বসানো নিয়ে উত্তাল হাসপাতাল । অধ্যক্ষের ঘরে ঢোকার মূল গেটে লাগানো হয়েছে তালা। ঘটনাস্থলে পৌঁছেছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা। স্বর্ণকমল সাহাকে ঘিরে বিক্ষোভ ছাত্রদের, 'গো ব্যাক' স্লোগান। 

আরও খবর, RG করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে সঞ্জয় রায় কি একাই জড়িত? নাকি তাকে কেউ পাঠিয়েছিল? নারকীয় ধর্ষণ-খুনের নেপথ্যে কি আর কারও হাত রয়েছে? তারা কি হাসপাতালের ‘ভিতরের লোক’? জানতে RG করের জুনিয়র চিকিৎসক, PGT ট্রেনি-সহ ৭ জনকে গতকাল মাঝরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যে চার জুনিয়র চিকিৎসক নির্যাতিতার সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন, আজ ফের তাঁদের লালবাজারে তলব করা হয়েছে। এ ছাড়াও, চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান, অ্যাসিস্ট্যান্ট সুপার, নার্সিং স্টাফ, নিরাপত্তা কর্মী ও চতুর্থ শ্রেণির কয়েকজন কর্মীকে আজ তলব করেছে পুলিশ। ওইদিন সেমিনার হলের মধ্যে কি কেউ লুকিয়ে ছিল? নিরাপত্তা কর্মীদের কাছে জানতে চান তদন্তকারীরা। অন্যদিকে, বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন এমন ১৫ জনকে চিহ্নিত করে এর মধ্যে কয়েকজনকে আজ লালবাজারে তলব করা হয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola