RG Kar Medical College And Hospital: নিরাপত্তার দাবিতে বিক্ষোভে আরজি করের নার্সিং স্টাফরা, ক্ষোভের মুখে নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পাল | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: আরজি কর হাসপাতালের নতুন অধ্যক্ষ সুহৃতা পাল। নিরাপত্তার দাবিতে বিক্ষোভে নামেন RG কর মেডিক্যাল কলেজের নার্সিং স্টাফরা। পুলিশের সামনেই চলে বিক্ষোভ। নার্সিং স্টাফদের ক্ষোভের মুখে পড়তে হয় নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পালকেও। গতকাল রাতে সশস্ত্র বহিরাগতদের তাণ্ডব চালানোর সময় উল্টে পুলিশকেই নিরাপত্তা দিতে হয়েছে তাঁদের। স্ত্রীরোগ বিভাগের শৌচাগারে লুকিয়ে ছিলেন পুলিশ কর্মীরা। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও বহিরাগতদের আটকানোর কোনও চেষ্টাই করেনি পুলিশ। উল্টে নিজেরা সরে গিয়ে দুষ্কৃতীদের ঢোকার রাস্তা পুলিশই করে দিয়েছিল বলে তাঁদের অভিযোগ। হাসপাতালের অধ্যক্ষ, সুপার-সহ প্রশাসনের কেউই ঘটনার পর তাঁদের খোঁজ নেননি বলে দাবি করেছেন বিক্ষোভকারী নার্সিং স্টাফরা। মধ্যরাতে রণক্ষেত্র আর জি কর মেডিক্যাল কলেজ। পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে ভাঙচুর চালানো হল হাসপাতালে। এখানেই প্রশ্ন উঠছে, প্রতিবাদ থেকে নজর ঘোরাতেই কি ময়দানে নামানো হল দুষ্কৃতীদের? শুরুতেই কেন ভাঙচুর আটকাল না পুলিশ?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram