RG Kar Live: আর জি কর কাণ্ডে পথে নামলেন নার্সরাও, বিচার চেয়ে দিকে দিকে মিছিল। ABP Ananda Live
RG Kar Update: বৃষ্টি মাথায় নিয়েই রাজপথে জনগর্জন। সল্টলেকে নার্সদের মিছিল। যাদবপুরে অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। ধর্মতলা-ওয়েলিংটনে পথে প্রতিবাদে প্রাক্তন পড়ুয়ারা। আর জি কর-কাণ্ডে জালে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। ৩ দিনের হেফাজত চাইল সিবিআই। ষড়যন্ত্র, তথ্যপ্রমাণ লোপাট, সরকারি কর্মী হয়ে আইন ভঙ্গের ধারায় মামলা। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় কলকাতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ। দেখানো হল জুতো। কালীঘাটের বৈঠক ভেস্তে যাওয়ার পর সুর চড়িয়ে আজ মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। ধর্নামঞ্চে শঙ্খ বাজিয়ে স্লোগান উঠল বিচার চাই। সাতসকালে মালদার মানিকচকে ব্যাপক বোমাবাজি, খুন কংগ্রেস নেতা। রাস্তায় দেহ রেখে বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ পরিবারের। অস্বীকার শাসকদলের। জেল থেকে বেরিয়েই হঠাৎ দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা। জনতা চাইলে ফের বসবেন কুর্সিতে, বললেন কেজরিওয়াল।