RG Kar Issue: আরজি করে যে চালানের ভিত্তিতে হয়েছিল FIR, সেই কপি এসে পৌঁছল এবিপি আনন্দের হাতে

Continues below advertisement

যে চালানকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল, সেই চালানের ছবি এসে পৌঁছল এবিপি আনন্দের হাতে। এই চালানের অনুমতির ভিত্তিতেই পোস্টমর্টম করা হয়েছিল আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার। তথ্যপ্রমাণ লোপাট নিয়ে বারবার অভিযোগ তুলেছে নিহত নির্যাতিতা চিকিৎসকের পরিবার।

'গ্রেফতার টালা থানার ওসি, প্রমাণিত হল প্রমাণ লোপাট করেছিল পুলিশ। চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তকে বিপথে চালনা করতে প্রত্যক্ষ ভূমিকা পুলিশের। কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের পরিকল্পনাতেই প্রমাণ লোপাট। ইস্তফা দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড করা উচিত পুলিশ কমিশনারকে', টালা থানার ওসির গ্রেফতারির পরেই আক্রমণে শুভেন্দু অধিকারী। গ্রেফতারির খবর পেয়েই তড়িঘড়ি বৈঠক বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। ওসির গ্রেফতারিতে হতাশা থেকেই কালীঘাটের বৈঠক বানচাল। বুঝে গিয়েছেন এবার তদন্তের আওতায় আসবেন পুলিশ কমিশনার। তাই চন্দ্রিমা, মুখ্যসচিবকে বৈঠক বাতিল করতে বলেন মুখ্যমন্ত্রী', টালা থানার ওসির গ্রেফতারির পরেই আক্রমণে শুভেন্দু অধিকারী 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram