RG Kar News: সেমিনার রুমে বহিরাগত ইস্যু : পুলিশের দাবিতেও একের পর এক প্রশ্ন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ১৮ দিন পর সেমিনার হলের ভিডিও ভাইরাল। চিকিৎসকের দেহ উদ্ধারের পরমুহূর্তের ভিডিও ভাইরাল। পুলিশের সামনেই সেমিনার হলে থিকথিক করছে ভিড়। ঘটনাস্থলে রয়েছেন হাসপাতালের একাধিক কর্তা। ঘটনাস্থল কেন সুরক্ষিত ছিল না, উঠছে প্রশ্ন।
আরও খবর...
আগামীকালের নবান্ন অভিযান ঘিরে সতর্ক প্রশাসন। কলকাতার বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ভোর চারটে থেকে রাত ১০টা পর্যন্ত কোন কোন রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু এবং র্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার
রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড ও রিমাউন্ট রোড। এ ছাড়াও, আগামীকাল পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি থাকছে জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, মেয়ো রোড, আউট্রাম রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড ও এজেসি বোস রোডে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কলকাতা পুলিশ।
আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়ম-মামলায় আজ ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি দেবাশিস সোম। গতকাল আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে ৯ ঘণ্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।