RG Kar News: '৯ অগাস্ট কেড়ে নিয়েছে সব কিছু', প্রতিক্রিয়া আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মায়ের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'আমাদের জীবনের প্রদীপ নিভে গেছে, এখন শুধুই আঁধার' । 'আজকের দিনে প্রতি বছর ঝলমল করত বাড়িটা' । 'নিজে হাতে রঙ্গোলি দিত মেয়েটা, গোটা বাড়িটা আলো দিয়ে সাজাত' । 'তারপর বাজি ফাটানো, বাইরে খেতে যাওয়া, এখন সবকিছুই অতীত' । ৯ অগাস্ট কেড়ে নিয়েছে সব কিছু, প্রতিক্রিয়া আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মায়ের

আরও খবর..


সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ির উপর হামলার অভিযোগ। পুজো উদ্বোধন সেরে ফেরার পথে ন্যাজাটের শিমুলআটিতে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। বিধায়কের অনুগামী বেশ কয়েকজনকে মারধরেরও অভিযোগ। শেখ শাহজাহান অনুগামী কাদের মোল্লার লোকজন হামলা চালিয়েছে, অভিযোগ বিধায়ক সুকুমার মাহাতো। হাটগাছি পঞ্চায়েতের তৃণমূলের উপ প্রধান কাদের মোল্লা। বিধায়কের অনুগামীরা চাকরির নামে টাকা তুলছে, তা নিয়ে মানুষের ক্ষোভের জেরে এই ঘটনা, দাবি কাদের মোল্লার। 

দীপাবলি মানে আলোর উৎসব। এই উৎসবে যাবতীয় অন্ধকার ঘুচে যায়, আলোর রোশনাইয়ে ভেসে যায় চারদিক। কিন্তু এই আলোর ছটার মধ্য়েও অসংখ্য় শিশু আছে, দারিদ্রতার অন্ধকারে যাদের জীবন নিমজ্জিত। তবে আলোর উৎসব থেকে তারা যাতে বঞ্চিত না হয়, তার জন্য় প্রতি বছর বিশেষ আয়োজন করে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। এবারও প্রায় হাজার খানেক শিশুর হাতে পোশাক তুলে দেওয়া থেকে শুরু করে তাদের জন্য় খাওয়া-দাওয়ার ব্য়বস্থা করা হয় জেলা পুলিশের তরফে। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন দে। শিশুদের পাশাপাশি তাদের পরিবারের মুখেও যাতে এই দিনে হাসি ফোটে তারও উদ্য়োগ নেয় পুলিশ বাহিনী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram