RG Kar News: মধ্যরাতে দুষ্কৃতী-তাণ্ডব আরজি করে, এমার্জেন্সি ওয়ার্ডে চলল ধ্বংসলীলা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: মধ্যরাতে দুষ্কৃতী-তাণ্ডব আরজি করে, এমার্জেন্সি ওয়ার্ডে চলল ধ্বংসলীলা । মধ্যরাতে রণক্ষেত্র আর জি কর মেডিক্যাল কলেজ। পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে ভাঙচুর চালানো হল হাসপাতালে। এখানেই প্রশ্ন উঠছে, প্রতিবাদ থেকে নজর ঘোরাতেই কি ময়দানে নামানো হল দুষ্কৃতীদের? শুরুতেই কেন ভাঙচুর আটকাল না পুলিশ?

গতকাল রাতে আরজি কর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড থেকে ধ্বংসলীলা চালাতে চালাতে ভিতরে ঢোকা হয়েছে। বেশ খরচ সাপেক্ষে তৈরি করা সিসি ওয়ার্ডেও তাণ্ডবলীলা চালায় দুষ্কৃতীরা। অন্য সময় এখানে রোগী ভর্তি থাকে, কিন্তু জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে এখন কোনও রোগী না থাকলেও, এই ওয়ার্ডে কাঁচ, ওষুধের স্টোর থেকে শুরু করে আলমারি ভেঙে দেওয়া হয়েছে। তছনছের তালিকায় রয়েছে দামি দামি মেডিক্যাল সরঞ্জামও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, গতকাল সোয়া ১২টা থেকে শুরু হওয়া এই তাণ্ডবলীলা গোটা এমার্জেন্সি ওয়ার্ডজুড়ে চালানো হয়েছে। 

মধ্যরাতে রণক্ষেত্র আর জি কর মেডিক্যাল। পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে হাসপাতালে ভাঙচুর! জরুরি বিভাগে তাণ্ডব, ইটবৃষ্টি। উল্টে দেওয়া হল গাড়ি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram