RG Kar Live: আর জি কর ইস্যুতে তুঙ্গে আন্দোলন, পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা।
RG Kar News: জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানে উত্তেজনা, 'আমরা ৩৬ ঘন্টা ডিউটি করি। প্রয়োজনে সারারাত বসে থাকব।' জানিয়ে দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। চলছে অবস্থান বিক্ষোভ। নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা, চলছে অবস্থান-বিক্ষোভ। সিবিআইয়ের দুর্নীতি-দমন শাখার হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল সন্দীপ ঘোষকে। টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল সন্দীপ ঘোষকে। আরজি কর কাণ্ডে জেলায় জেলায় শাসকের দুয়ারে বিজেপির বিক্ষোভ । আর জি কর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপির। বর্ধমানে ধুন্ধুমার। কার্জন গেটের কাছে পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিজেপির নেতা-কর্মীরা। তুমুল ধস্তাধস্তি। প্রতিবাদী মহিলাদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। ভাইরাল ভিডিওয় হুমকি উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতার। এটাই তৃণমূলের গুণধর লুম্পেন বাহিনী, আক্রমণে সুকান্ত।