RG Kar News: আর জি কর মামলায় শেষ হল বিচারপ্রক্রিয়া, রায় ঘোষণা ১৮ই জানুয়ারি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় শেষ হল বিচারপ্রক্রিয়া। ১৮ই জানুয়ারি রায় ঘোষণা করতে চলেছে আদালত। শিয়ালদা আদালতে দুপুর আড়াইটেয় হবে রায় ঘোষণা। বিচারপ্রক্রিয়া শুরুর ২ মাসের মাথায় ঘোষণা করা হল রায়ের দিনক্ষণ।
বাংলাদেশে টার্গেট হিন্দু, ফের মন্দিরে লুঠপাট
এদিকে, বাংলাদেশে টার্গেট হিন্দু, ফের মন্দিরে লুঠপাট। চট্টগ্রামের চৌধুরীহাট-ফতেয়াবাদ এলাকায় ৩টি মন্দিরে লুঠপাট। বিগ্রহের গয়না ও প্রণামীর বাক্স লুঠ। শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম, শ্রীশ্রী বিশ্বেশ্বরী কালী মন্দির ও সত্য়নারায়ণ মন্দিরে লুঠপাট। বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে খবর। মন্দিরের পাশাপাশি হিন্দুদের বাড়িতেও ভাঙচুরের চেষ্টা।
ফের কুলতলির মৈপীঠে বাঘের আতঙ্ক। ফের মিলল বাঘের পায়ের ছাপ, গর্জন শুনে আতঙ্কে বাসিন্দারা। নদী বাঁধ সংলগ্ন এলাকায় মিলল বাঘের পায়ের ছাপ, বন দফতরকে খবর স্থানীয়দের। সপ্তাহের শুরুতে মৈপীঠের কিশোরিমোহনপুর ও উত্তর ও দক্ষিণ বৈকুণ্ঠপুরে বাঘের আতঙ্কে ঘুম উড়েছিল গ্রামবাসীদের। এবার ৫ থেকে ৬ কিলোমিটার দূরে নগেনাবাদ বোসের ঘেরি এলাকায় বাঘের আতঙ্ক।
নদী বাঁধ এলাকায় জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু বন দফতরের কর্মীদের।