RG Kar News: গানে-স্লোগানে মুখরিত সিঁথির মোড়, রাস্তায় নেমে We Want Justice | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: কাল চিকিৎসক ধর্ষণ-খুনের ১ মাস, আজ ফের 'রাত দখল' । কাল সুপ্রিম কোর্টে ফের আর জি কর-কাণ্ডের শুনানি, তার আগে আজ ফের রাত জাগবে বাংলা । কাল শিলিগুড়িতে ভোর দখলের ডাক । আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে চিকিৎসকরা । মৌলালিতে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ চিকিৎসকদের । গড়িয়াহাটে মানববন্ধন কর্মসূচি পালন স্কুলের প্রাক্তনীদের । সিমলা স্ট্রিটে মশাল মিছিল, বিচার চেয়ে পথে টালিগঞ্জের কলাকুশলীরাও

আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের এক মাস পার। এখনও অধরা বিচার। কাল সুপ্রিম কোর্টে শুনানির আগে বিচার চেয়ে শ্যামবাজার থেকে সোদপুর প্রায় ১৪ কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন কর্মসূচি।

আজ আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিয়ালদহ ডিভিশনের ট্রেন ম্যানেজারদের প্রতিবাদ। প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল রেলকর্মীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola