RG Kar News: সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য ও সিবিআইয়ের আবেদনের একত্রে শুনানি

RG Kar Update: সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য ও সিবিআইয়ের আবেদনের একত্রে শুনানি। কেউ না জানালেও শুনানির সময় উপস্থিত মৃত চিকিৎসকের পরিবার। এবার তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন নিহত চিকিৎসকের মা-বাবা। দুপুরে হাসপাতালে গেলেও, বাড়িতে দেহ নিয়ে ঢোকা পর্যন্ত পরিবারের সঙ্গে একবারের জন্যও কাউন্সিলর ও বিধায়ক যোগাযোগ করেননি বলে অভিযোগ। অন্যদিকে, ওই দিনই দীর্ঘ সময় আর জি কর হাসরপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তাঁরা বৈঠক করেছিলেন বলেও অভিযোগ তুলেছে অভয়ার পরিবার।  সোদপুরে দ্রোহের প্রজাতন্ত্রের মঞ্চ থেকে, ওই তৃণমূল কাউন্সিলর ও তৃণমূল বিধায়ককে নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ার মা-বাবা। নিহত চিকিৎসকের বাবা বলেন, "জজ সাহেব বলেছেন আমাদের এই এলাকার যারা কমিশনার, প্রাক্তন কমিশনার এবং MLA, এই প্রাক্তন কমিশনার এবং ১৭ নম্বর ওয়ার্ডের কমিশনার (কাউন্সিলর) সোমনাথ দে, যাকে আমি ফোন করে ডেকে নিয়েছিলাম, আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, কী ঘটনা আমি তখন জানতাম না, যে ওরা অভিজ্ঞতা আছে ওদের ডেকে নিয়ে যাই কোনও সাহায্য আমি ওদের থেকে পাব এবং নির্মল ঘোষ তাঁর সঙ্গে ছিলেন এবং আমাদের এলাকার MLA একটি কথা আমার সঙ্গে খরচা করেননি। কিন্তু এরা সন্দীপ ঘোষের সঙ্গে জুবিলি বিল্ডিংয়ে দেড় ঘণ্টা ধরে মিটিং করেছে।'' সন্ধের পর মেয়ের মৃতদেহের ময়নাতদন্ত করানোর পিছনেও তৃণমূলের জনপ্রতিনিধিদের হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করছেন নিহত চিকিৎসকের বাবা। তাঁর কথায়, "এই যে সেদিন সন্ধের পরে পোস্টমর্টেম হয়েছে, তার পিছনে এদেরও হাত আছে কিনা আমার সন্দেহ হচ্ছে। জজসাহেব এখানে বলেছেন এটাও একটা ক্রিমিনাল অফেন্স। এরাও তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত। কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?''

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola