RG Kar News: সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে অধ্যক্ষের ভূমিকা, বিচারের অপেক্ষায় নির্যাতিতার পরিবার

Continues below advertisement

হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট, ফের ধাক্কা রাজ্য সরকারের। পুলিশ নয়, এবার আর জি কর মেডিক্যালের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যায় CISF অথবা CRPF। নির্দেশ সর্বোচ্চ আদালতের।

চিকিৎসককে ধর্ষণ-খুন। ভয় জাগানোর মতো ঘটনা, বলছে সুপ্রিম কোর্ট। কেন দেরিতে এফআইআর? কেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা? প্রশ্নের মুখে কলকাতা পুলিশ। 

আরও একটা ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারব না, মন্তব্য সর্বোচ্চ আদালতের। চিকিৎসকদের সুরক্ষায় ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের ঘোষণা।

কেন সুরক্ষিত করা হয়নি অপরাধের জায়গা? শান্তিপূর্ণ আন্দোলন, কী করে ৭ হাজার দুষকৃতীর হামলা? সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পুলিশ। রাজ্যের রিপোর্ট তলব। 

স্বাধীনতার মধ্যরাতে দুষ্কৃতী তাণ্ডবে তছনছ আর জি কর। ৬দিন পরে হুঁশ ফিরল পুলিশের। গাফিলতির দায়ে ২ এসিপি, এক ইন্সপেক্টর সাসপেন্ড। 

আর জি কর কাণ্ডে বিচার দাবিতে পথে নেমে প্রতিবাদ। শান্তিপূর্ণ আন্দোলনে কোনওভাবেই বলপ্রয়োগ নয়, রাজ্যকে সতর্ক করে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। 

আর জি কর-কাণ্ডে ২২ অগাস্টের মধ্যে সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের। ভাঙচুর মামলায় রাজ্যের থেকেও রিপোর্ট তলব। কী করছিলেন অধ্যক্ষ, প্রশ্ন আদালতের।

চিকিৎসক ধর্ষণ-খুনের প্রতিবাদে এবিভিপির স্বাস্থ্যভবন অভিযানে ধুনধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কংগ্রেসের লালবাজার চলোয় তুলকালাম। 

আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। দ্রুত তদন্তের দাবিতে সিবিআইয়ের উপর চাপ বাড়িয়ে সিজিও থেকে শুরু। 

কোর্টের সম্মতিতে আজ বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শ্যামবাজারে ধর্নায় বিজেপি। মৌলালি থেকে মিছিল। 

হাইকোর্টের পরেও সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে অধ্যক্ষের ভূমিকা। বিচারের অপেক্ষায় নির্যাতিতার পরিবার। 

টানা ৫দিন তলব, সিবিআই সক্রিয় হতেই হঠাৎ ঘুম ভাঙল সরকারের। সিট গঠন করেই সন্দীপ জমানায় দেড় বছর আগের আর্থিক দুর্নীতি মামলায় এফআইআর! 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram