
RG Kar : সন্দীপ-অভিজিতের জামিন।'এই মুহূর্তে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি', জানালেন চিকিৎসক
ABP Ananda LIVE : 'অত্যন্ত হতাশ। দুঃখিত। ক্ষুব্ধ। CBI এতোদিনেও চার্জশিট পেশ করতে পারল না। মহামান্য সুপ্রিম কোর্ট NOC দিতে চাপ দিয়েছিলেন রাজ্যকে। তারও কোনও সুরাহা হল না। রাজ্যের ভূমিকা এখনও প্রশ্নের মুখে। অভয়ার বাড়ির লোকের অবস্থা বুঝতে পারছি। আমরাও অভয়ার বাড়ির লোক। এই মুহূর্তে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি যাতে ন্যায়বিচারে ত্রুটি না থাকে', জানালেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়।
'অত্যন্ত হতাশ। দুঃখিত। ক্ষুব্ধ। CBI এতোদিনেও চার্জশিট পেশ করতে পারল না। মহামান্য সুপ্রিম কোর্ট NOC দিতে চাপ দিয়েছিলেন রাজ্যকে। তারও কোনও সুরাহা হল না। রাজ্যের ভূমিকা এখনও প্রশ্নের মুখে। অভয়ার বাড়ির লোকের অবস্থা বুঝতে পারছি। আমরাও অভয়ার বাড়ির লোক। এই মুহূর্তে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি যাতে ন্যায়বিচারে ত্রুটি না থাকে', জানালেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়।