RG Kar News: হাসপাতালের টাকা নয়ছয় থেকে বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি! সন্দীপের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
Continues below advertisement
করোনার সময় হাসপাতালের টাকা নয়ছয় থেকে মেডিক্য়াল বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক আখতার আলির তালিকায় রয়েছে এরকম ভুরিভুরি সব চাঞ্চল্যকর অভিযোগ। বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি জিম এবং নিজের চেম্বারের সৌন্দর্যায়নের জন্য কোভিড ফান্ডের অপব্যবহার। টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক-অফিসারদের বদলি। অযোগ্যদের কাজের বরাত সর্বোপরি কোটি কোটি সরকারি অর্থের অপচয়। আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এরকমই ভুরি ভুরি অভিযোগ তুলে নানা জায়গায় অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।
Continues below advertisement
Tags :
Sanjay Roy RG Kar News RG Kar Incident Kolkata Rape Case RG Kar Hospital Sanjay Roy Sent To Judicial Custody Sanjay Roy Kolkata Sanjay Roy Kolkata Interview Sanjay Roy Laetst News Sanjay Roy Jail Rg Kar Medical College Kolkata News