RG Kar News: সেমিনার রুমে ওরা কারা? IMA-এর দাবি ঘিরে পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। ABP Ananda Live
Continues below advertisement
ABP Ananda Live: লাল জামা পরা ব্যক্তির পাশাপাশি বেগুনি জামা পরা ব্যক্তির পরিচয় নিয়েও তৈরী বিতর্ক। আর জি কর-কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে পরতে পরতে রহস্য। পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তি SSKM-এর ডাক্তার। দাবি IMA রাজ্য শাখার। ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি লালবাজারের। পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে রহস্য। পুলিশের দাবি খারিজ IMA রাজ্য শাখার, SSKM-এর চিকিৎসক বলে দাবি। লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি লালবাজারের। লাল জামা পরা ব্যক্তি SSKM-এর PGT অভীক দে, পাল্টা দাবি IMA বেঙ্গলের। রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ পন্থ। সেচ দফতরের অতিরিক্ত সচিব ছিলেন মনোজ পন্থ। ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার মনোজ পন্থ। আজই ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ শেষ। ভগবতী প্রসাদ গোপালিকার জায়গায় নতুন মুখ্যসচিব মনোজ পন্থ।
Continues below advertisement