RG Kar Live: স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের ধর্না উঠতেই মোছা হল প্রতিবাদের ভাষা

Continues below advertisement

RG Kr News: স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের ধর্না উঠতেই মোছা হল প্রতিবাদের ভাষা। ফুটপাতে, রাস্তায় আঁকা স্লোগানের ওপর পড়ল আলকাতরার পোঁচ। স্বাস্থ্য ভবনের আশেপাশে বিভিন্ন অফিসের দেওয়ালে রং করা হয়েছে।কোথাও কালো গেটের ওপর প্রতিবাদের ভাষা মুছতে ফের চাপানো হয়েছে রং। স্বাস্থ্য ভবনের দেওয়াল পর্যন্ত নতুন করে রং করা হয়েছে। প্রতিবাদীরা সরতেই দ্রুত হাতে মোছা হচ্ছে প্রতিবাদের ভাষা। স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের ধর্না উঠতেই মোছা হল প্রতিবাদের ভাষা । ফুটপাতে, রাস্তায় আঁকা স্লোগানের ওপর পড়ল আলকাতরার পোঁচ । স্বাস্থ্য ভবনের আশেপাশে বিভিন্ন অফিসের দেওয়ালে রং করা হয়েছে । কোথাও কালো গেটের ওপর প্রতিবাদের ভাষা মুছতে ফের চাপানো হয়েছে রং । স্বাস্থ্য ভবনের দেওয়াল পর্যন্ত নতুন করে রং করা হয়েছে । প্রতিবাদীরা সরতেই দ্রুত হাতে মোছা হচ্ছে প্রতিবাদের ভাষা । এভাবে কি মোছা যায় প্রতিবাদ? প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram