RGKarNews:'কানা গলিতে ঢুকে পড়েছে আন্দোলন, নেই এক্সিট রুট', জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ সৌগতর | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda Live: ফের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ তৃণমূল সাংসদের । 'কানা গলিতে ঢুকে পড়েছে আন্দোলন, নেই এক্সিট রুট' । কয়েকজনের জন্যেই ভুল পথে আন্দোলন, কটাক্ষ সৌগতর । জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা একটা কানা গলিতে ঢুকে পড়েছিল। যেকোনও আন্দোলনেরই একটা এক্সটি রুট থাকা দরকার, কোথায় গিয়ে সেই আন্দোলনটা থামিয়ে দেওয়া যাবে। প্রথমে যখন কিছু দাবি পেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তখনই অনশন প্রত্যাহার করে নিলে ভাল হত। এদের আন্দোলনের কোনও অভিজ্ঞতা ছিল না। বিভিন্ন লোক, তাঁদের মধ্যে কিছু স্বার্থান্বেষী লোক আছে তাঁরাও উৎসাহ দিচ্ছিলেন', বললেন সৌগত রায়।

আরও খবর..

এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। কাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ। 

মালদার ইংরেজবাজারে ফের বিস্ফোরণ। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত ৬ বছরের বালক। ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যালে। কে বা কারা বোমা রেখে গিয়েছিল, তদন্তে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram