RG Kar News: আমরা রাজপথে ছিলাম আছি.., আগামীদিনে আরও তীব্রতর আন্দোলন করব: সুবর্ণ গোস্বামী

Continues below advertisement

ABP Ananda LIVE: সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। আগামী কাল, অর্থাৎ বৃহস্পতিবার শীর্ষ আদালতে শুনানি হতে পারে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, কাল CBI-এর স্টেটাস রিপোর্ট দেখবেন তিনি। এর আগে, মঙ্গলবার আর জি কর মামলার শুনানি ছিল। কিন্তু একাধিক মামলার শুনানি করতে গিয়ে দেরি হয়ে যায়। দুপুরে আবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা ছিল প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের। তাই যথেষ্ট সময় না থাকার জন্য গতকাল শুনানি হয়নি। বুধবার শুনানি হবে বলে জানানো হয়। কিন্তু আজও শুনানি হল না। 

আরও খবর..


অলিখিত ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উত্তরাধিকার মনে করেন তৃণমূলের অনেকেই। এবার দলের নেতা কুণাল ঘোষ আরও বড় ঘোষণা করে দিলেন জন্মদিনের আগে শুভেচ্ছা জানাতে গিয়ে অভিষেককে কার্যত পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন তিনি। কুণালের বক্তব্য, "সময়ের নিয়মে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।"

রাত পোহালেই জন্মদিন অভিষেকের। তার আগে বুধবার সোশ্যাল মিডিয়ায় আগাম শুভেচ্ছা জানান কুণাল। সেখানেই লেখেন, 'আমি নিজে রাজনীতিতে সক্রিয় থাকি বা না থাকি, এই উদীয়মান তারকার উপর গুরুত্ব-সহ নজর রাখবই। বয়সে ছোট। কিন্তু আমি যতদিন তৃমমূলে থাকব, ও আমার নেতা। তার বাইরে স্নেহ করি, ভালবাসি। মমতাকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত। আবেগের সঙ্গে মিশছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি'। (Mamata Banerjee)

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram