RG Kar News: SUCI-এর সাধারণ ধর্মঘট ঘিরে উত্তেজনা কোচবিহারেও, ধর্মঘটীদের চ্য়াংদোলা করে প্রিজন ভ্যানে তুলল পুলিশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক SUCI-র। কোচবিহার, দিনহাটায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আটক ধর্মঘটিরা। মাথাভাঙায় উত্তেজনা।SUCI-এর সাধারণ ধর্মঘট ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারেও। SUCI কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। ধর্মঘটের সমর্থনে মিছিল বেরোতেই তা আটকে দেয় পুলিশ। শুরু হয় তুমুল ধস্তাধস্তি। ধর্মঘটীদের চ্য়াংদোলা করে প্রিজন ভ্যানে তুলে এলাকা খালি করে পুলিশ।
আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় FIR দায়ের করল সিবিআই। বুধবার রাজ্যে আসছে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী দল।
আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের।
আরজি করে সেমিনার হল ভাঙার চেষ্টা চলছে। প্রমাণ লোপাটের অভিযোগেই এই কাণ্ড বলে দাবি এসএফআইয়ের। এই অভিযোগ জানিয়ে আরজি কর হাসপাতালে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন এসএফআইয়ের সদস্যরা