RG Kar protest: আজ এসইউসিআই-র বাংলা বনধের ডাক, কী পরিস্থিতি শ্যামবাজারে ?

ABP Ananda Live: আজ এসইউসিআই-র বাংলা বনধের ডাক। অন্যদিনের থেকে কিছুটা হলেও আলাদা ছবি শ্যামবাজারে।  অন্যদিনের থেকে আজকে কিছুটা ভিড় কম।  কলকাতা পুলিশের একাধিক গাড়ি আজকে রয়েছে।  অনেক দোকান আজকে এখনও অবধি বন্ধ।  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এবং মিছিল শুরু হলে পরিস্থিতির পরিবর্তন দেখার জন্য তাকিয়ে রাজনৈতিক মহল। 

আরও খবর, গোসাবা বাজারে SUCI-এর মিছিলে বাধা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের।উভয় পক্ষের মধ্যে বচসা হাতাহাতি।আজ সকালে SUCI-এর ডাকে ১২ঘন্টা বন্ধের সমর্থনে যখন SUCI-এর কর্মীরা গোসাবা বাজারে মিছিল করছিল, সেই সময় আচমকা গোসাবা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য রমেশ মাইতি বাধা দেয়।তখন উভয় পক্ষের মধ্যে বচসা বাধে।পঞ্চায়েত সদস্য সেই সময় SUCI-এর কর্মীদের মারতে যায়। উভয় পক্ষের মধ্যে  হাতাহাতি হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola