RG Kar News: তৈরি হল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পাল্টা সংগঠন। ABP Ananda Live
RG Kar Update: অনশন, মহামিছিল, মহাসমাবেশ, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সংস্কৃতির পর এবার গণ কনভেনশন। আজ দুপুর ৩টেয় আর জি কর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে গণ কনভেনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। আজ নির্যাতিতা চিকিৎসকের নিজের কলেজ, কল্যাণী মেডিক্যাল কলেজেও গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল। প্রথমে অনুমতি দিলেও, ঘূর্ণিঝড়ের কারণ দেখিয়ে অধ্যক্ষ সেই কর্মসূচি বাতিল করায়, শুরু হয়েছে বিতর্ক। এই আবহেই আজ আর জি কর মেডিক্যালে গণ কনভেনশন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তৈরি হল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পাল্টা সংগঠন। আন্দোলনকারীদের নিশানা নতুন সংগঠনের সদস্যদের। কী বললেন তারা?
আরও খবর,
Tags :
RG Kar Medical College Kolkata Doctor Death News Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details Kolkata Rape Murder