RG Kar News: নির্যাতিতার সৎকারে তড়িঘড়ির অভিযোগ শুভেন্দুর, বিজেপি নেতাকে 'পাল্টা' দিলেন দেবাংশু! কী বলেছেন তিনি?
Continues below advertisement
আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতার সৎকারে তড়িঘড়ির অভিযোগে সরব শুভেন্দু। 'ধর্ষণ-খুনের পর তাড়াহুড়ো করে দাহ করে ফেলা হয় চিকিৎসকের দেহ। শ্মশানে গোটা অপারেশনটি হয়েছে পুলিশের তত্ত্বাবধানে। অতি দ্রুততার সঙ্গে দেহ পুড়িয়ে ফেলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। চিকিৎসকের দেহ দাহ করা হয় ব্যারাকপুর কমিশনারেট এলাকায়। অথচ আশ্চর্যজনক ভাবে গোটা বিষয়টির তত্ত্বাবধানে ছিলেন ডিসি নর্থ অভিষেক গুপ্ত। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের দুই IC। পুরো অপারেশনটি নজরে রেখেছিলেন রাজ্য পুলিশের DG। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হোক।তাহলেই হয়ত ধামাচাপা দেওয়ার কারণ প্রকাশ্যে আসবে', সোশাল মিডিয়ায় পোস্ট করে CBI-এর কাছে আবেদন বিরোধী দলনেতার। বিজেপি নেতাকে 'পাল্টা' দিলেন দেবাংশু! কী বলেছেন তিনি?
Continues below advertisement
Tags :
RG Kar Latest News RG Kar News Kolkata Doctor Death Kolkata Doctor News RG Kar Hospital Rg Kar Medical College Kolkata News Doctor Rap News In Kolkata Kolkata Doctor Case