RG kar News: চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে তদন্তে আপাতত স্থগিতাদেশ হাইকোর্টের। ABP Ananda Live
RG Kar Update: বিচারের দাবিতে প্রতীকী অনশন, ব্যাজ পরায় আটক করে 'হেনস্থা'। দ্রোহের কার্নিভালের দিন আটক করে 'হেনস্থা', ফের ধাক্কা পুলিশের। চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে তদন্তে আপাতত স্থগিতাদেশ হাইকোর্টের। কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ। পুজো কার্নিভালের দিন প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে আটক, ৪ ঘণ্টার পর মুক্তি। প্রতীকী অনশনকারীর ব্যাজ পরায় আটক করে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। হাইকোর্টে ফের ধাক্কা পুলিশের, তপোব্রতর মামলা গ্রহণ করে তদন্তে স্থগিতাদেশ।
আরও খবর, গোসাবায় মন্ত্রী বঙ্কিম হাজরাকে ঘিরে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ। স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। বিক্ষোভের সময় হাজির ছিলেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। মন্ত্রী-সাংসদ-বিধায়কের সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূলকর্মীদের একাংশ। কোনও বাজে কথা বললে কারও রেহাই নেই, হুঁশিয়ারি বঙ্কিমের। গোসাবা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বঙ্কিম হাজরা, সুব্রত মণ্ডল ও প্রতিমা মণ্ডল।