RG Kar News:চার মাস পেরিয়ে গেলেও, বিচার সেই অধরাই |বিচারের অপেক্ষা করতে করতে হতাশ তিলোত্তমার মা-বাবা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: শুরুতে আন্দোলন আশা জাগিয়েছিল। কিন্তু, চার মাস পেরিয়ে গেলেও, বিচার সেই অধরাই। এর মধ্য়ে সরে দাঁড়িয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার। শুরুতে নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেপ্টেম্বর মাসে আইনজীবী বদলায়। বিকাশ ভট্টাচার্যর পরিবর্তে নির্যাতিতার পরিবারের হয়ে দাঁড়ান আইনজীবী বৃন্দা গ্রোভার। বুধবার তাঁর অফিস থেকে জানিয়ে দেওয়া হয়, এই পর্যায়ে, হস্তক্ষেপের কারণে, বৃন্দা গ্রোভার মামলা থেকে সরে আসছেন। মঙ্গলবার আর জি কর মামলা প্রথমবার শোনেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। তিনি শুনানির পরবর্তী তারিখ দিয়েছেন সেই মার্চ মাসে। বিচারের অপেক্ষা করতে করতে হতাশ তিলোত্তমার মা-বাবা।

আরও খবর...

সুপ্রিম কোর্টে ইডি-র মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালের পয়লা ফেব্রুয়ারির মধ্যে তাঁর জেল-মুক্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে সিবিআই-এর মামলা বিচারাধীন হওয়ায়, এখনই মুক্তি পাচ্ছেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

একই দিনে প্রশ্নের মুখে দুই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা। আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায়, CBI নব্বই দিনেও চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায়, জামিন পেয়ে গেলেন তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অন্য়দিকে, নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়ও। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram