RG Kar: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার, RG কর কাণ্ডে এনকাউন্টারের দাবি তৃণমূল নেতা সুমন কাঞ্জিলালের
ABP Ananda Live: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার, আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ-খুনের ঘটনায় দোষীদের এনকাউন্টারের দাবি করলেন আলিপুরদুয়ারের বিধায়ক এবং তৃণমূল নেতা সুমন কাঞ্জিলাল। যার, উল্টোমত শোনা গেল ফিরহাদ হাকিমের গলায়।
আরও খবর, তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের দাবির সঙ্গে সহমত পোষণ করল, আর জি করের মৃত চিকিৎসকের পরিবার। তাঁদেরও দাবি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও সিবিআই তদন্তের আওতায় আনা উচিত। পাশাপাশি তাঁদের অভিযোগ, পুলিশ-প্রশাসনের তরফে, প্রতিবাদ দমনের চেষ্টা হচ্ছে।পরিবারের সরাসরি অভিযোগ, একদিকে আন্দোলন দমন, আর অন্য়দিকে, বিচার চেয়ে পথে নেমে, দ্বিচারিতা করছেন মুখ্য়মন্ত্রী। মেয়ের পরিণতির কথা মনে করিয়ে, মৃত চিকিৎসকের মা বললেন, যাঁরা যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন, তাঁরা তা নেওয়ার আগে, ভেবে দেখবেন, তাঁদের নিজেদের লক্ষ্মী সুরক্ষিত আছে কিনা।