RG Kar News: জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ, আজ ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা

RG Kar Update: আর জি কর মামলায় নাটকীয় মোড়, সন্দীপ-অভিজিতের জামিন। চিকিৎসক ধর্ষণ-খুনে তথ্য প্রমাণ লোপাটের মামলায় ৯০দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই!  আর জি কর মামলায় নাটকীয় মোড়, সন্দীপ-অভিজিতের জামিন। চিকিৎসক ধর্ষণ-খুনে তথ্য প্রমাণ লোপাটের মামলায় ৯০দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই! মুখে ষড়যন্ত্রের তত্ত্ব, তাও কোর্টে চার্জশিটও পেশ করতে পারল না সিবিআই। প্রতিবাদ ফের পথে জুনিয়র ডাক্তাররা। আজ সিজিও অভিযানের ডাক ডাক্তারদের। বিচারের অপেক্ষায় আর জি কর। জয়নগরের পর ফরাক্কা, ২ মাসেই নাবালিকা ধর্ষণ-খুনে মৃত্যুদণ্ড, আরেক দোষীর যাবজ্জীবন। পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী। 'বহুদিন ধরে কোন না কোনভাবে সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা হচ্ছে' , বলছেন রিমঝিম সিনহা। একই দিনে প্রশ্নের মুখে দুই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা। আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায়, CBI নব্বই দিনেও চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায়, জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অন্য়দিকে, নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়ও।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola