RG Kar News: কেন তদন্ত এগোয়নি? সিবিআই কী করছে? আজ জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান

ঘটনার পর ১২ দিন পেরিয়ে গিয়েছে, কেন তদন্ত এগোয়নি? সিবিআই কী করছে? কেন এখনও দোষীদের গ্রেফতার করা হয়নি? আর জি কর-কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে, সিবিআইয়ের ওপর চাপ বাড়াতে আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। আন্দোলনে সহমর্মিতা জানাতে অভিযানে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। স্বাস্থ্য ভবনে অভিযান কেন? আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, প্রথম দিনের পর আর আর জি কর মেডিক্যালে আসেননি নতুন অধ্যক্ষ সুহৃতা পাল। তাই অধ্যক্ষকে খুঁজতে স্বাস্থ্য ভবনে যাচ্ছেন তাঁরা। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও স্বাস্থ্য দফতর এতদিন কেন ব্যবস্থা নেয়নি? সেই প্রশ্নও তুলেছেন আন্দোলনকারীরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে স্বাস্থ্য ভবন অভিযানে সমর্থন জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।                                      

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola