RG Kar News: ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে CGO কমপ্লেক্স | ABP Ananda Live

Continues below advertisement

ABP Anada Live: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান। সিবিআইয়ের উপর চাপ বাড়িয়ে সিজিও কমপ্লেক্স থেকে অভিযান। দ্রুত বিচারের দাবিতে সিজিও থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। 

আরও খবর, আর জি কর হাসপাতালে কী করে বহিরাগতরা ঢুকে অবাধে ভাঙচুর চালাল? কোথায় ছিল পুলিশ? কী করছিল তারা? হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য় সরকারকে। পাশাপাশি, আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে পর্যাপ্ত সংখ্য়ক CISF কিংবা CRPF থাকবে বলে জানাল আদালত। ভাঙচুরকাণ্ডে ২২ অগাস্টের মধ্যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশে R G কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্ত করছে CBI। আর এবার আর জি কর মেডিক্য়াল কলেজের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুল দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ আগেই কলকাতা পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট।এবার সেই পুলিশের ওপরই ভরসা রাখতে পারল না সুপ্রিম কোর্টও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram