RG Kar News: 'সন্দীপ ঘোষের ফাঁসি হোক, আরও যারা আছে তারা সামনে আসুক', মন্তব্য নির্যাতিতার বাবার
ABP Ananda Live: গ্রেফতার আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ-সহ ৪ জনকে গ্রেফতার করল সিবিআই। চিকিৎসক ধর্ষণ-খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। 'সন্দীপ ঘোষের ফাঁসি হোক, আরও যারা আছে তারা সামনে আসুক। এখনও খুশি হওয়ার মত তেমন কিছু হয়নি', মন্তব্য নির্যাতিতার বাবার ।
আরও খবর, দুপুর থেকে সন্ধে, রাত পেরিয়ে সকাল, লালবাজারের কাছে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। ৯ ফুটেরও উঁচু ব্যারিকেডের এক পারে আন্দোলনে অনড় চিকিৎসকরা। ব্যারিকেডের অন্য পারে মোতায়েন পুলিশবাহিনী। পুলিশের প্রতীকী শিরদাঁড়া, গোলাপ ফুল হাতে এবার লালবাজার অভিযান। সিপির ইস্তফার দাবিতে জুনিয়র ডাক্তারদের মিশন লালবাজার। জুনিয়র ডাক্তারদের ঠেকাতে পুলিশের 'লৌহ কপাট'। পুলিশের ব্যারিকেডই সার, ব্যারিকেডের সামনে বসে প্রতিবাদ।