RG Kar Live:'মন শক্ত রাখতে পেরেছেন',RG করে নির্যাতিতার বাবা-মা প্রসঙ্গে বললেন নারায়ণ বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

RG Kar News: 'ওনারা যে এতটা মন শক্ত রাখতে পেরেছেন আমি ভাবতেও পারছি না', আর জি করে নির্যাতিতার বাবা-মা প্রসঙ্গে বললেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। 'সুপ্রিম কোর্টে বিচার পিছিয়ে গেলেও জনগণের চাপে সুপ্রিম কোর্ট তাড়াতাড়ি বিচার করতে বাধ্য হবে', বললেন নারায়ণ বন্দ্যোপাধ্যায়। 

আরও খবর, ২০০৭ সালে রিজওয়ানুর রহমানের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা গিয়েছিল তাঁর পরিবারের সঙ্গে কী করেছিল পুলিশ? এদিন নির্যাতিতার পরিবারের অভিযোগের পর সেটাই মুখ্য হয়ে দেখা গিয়েছে। তদন্তের ক্ষেত্রে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো আসবেই, তবে তার আগে কলকাতা পুলিশকে নির্যাতিতার পরিবারের অভিযোগের জবাব দিতে হবে। পরিবারের লোক বলছে তাঁদের ইচ্ছে ছিল দেহ রাখার। তাঁদের বাড়ির মেয়ের মৃত্যু হয়েছে, ফলে দেহ নিয়ে কী করা হবে সেই সিদ্ধান্ নেওয়ার ১০০ শতাংশ অধিকার পরিবারের আছে, কেন তাদের ইচ্ছের কথা শোনা হল না। পুলিশ কেন টাকা অফার করেছিল পরিবারকে? উঠছে সেই প্রশ্নও। নির্যাতিতার পরিবারের যে অভিযোগ সামনে এসেছে, তাতে ধাক্কা লেগেছে কলকাতা পুলিশের বিশ্বাসযোগ্যতার উপর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram