RG Kar News: বিধানসভায় পাস হওয়া অপরাজিতা বিল নিয়ে রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী

ABP Ananda Live: 'ধর্ষণ-বিরোধী বিলের টেকনিক্যাল রিপোর্ট (Technical Report) পাঠানোই হয়নি'। বিধানসভায় পাস হওয়া অপরাজিতা বিল নিয়ে রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী। ধর্ষণ-বিরোধী বিল পাসের পর রাজ্যপালের সম্মতি প্রয়োজন। গতকাল রাজ্যপাল জানান, বিল তাঁর কাছে এলেও, বিল সংক্রান্ত টেকনিক্যাল রিপোর্ট পাননি। তাই বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, জানিয়েছেন সি ভি আনন্দ বোস। রাজভবনের অভিযোগ, আগেও বিভিন্ন বিলের ক্ষেত্রে টেকনিক্যাল রিপোর্ট পাঠায়নি রাজ্য সরকার। 'পরে রাজভবনের ঘাড়ে বিল আটকে রাখার দায় চাপানো হয়েছে'। নিজেদের গাফিলতি ঢাকতে সরকার সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, অভিযোগ রাজভবনের। 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ধর্নার হুমকি দিচ্ছেন'। রাজনৈতিক চমক ছাড়া এ আর কিছুই নয়, মনে করছেন রাজ্যপাল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola