RG Kar News Update:উত্তর থেকে দক্ষিণ,আর জি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ-মুখর এক রবিবার দেখল কলকাতা

Continues below advertisement

ABP Ananda Live: উত্তর থেকে দক্ষিণ, আর জি কর কাণ্ডে বিচার চেয়ে কলকাতা জুড়ে হল প্রতিবাদ-মিছিল। বিচার চেয়ে পথে নামলেন একাধিক স্কুলের প্রাক্তনীরা। সোনারপুরে প্রতিবাদ জানান একাধিক ক্লাবের সদস্য়রা।প্রতিবাদ-মিছিল করে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা । নাগরিক সমাজের ডাকে হয় মহামিছিল। ভবানীপুরে প্রতিবাদ-মিছিল। সেন্ট লরেন্স হাইস্কুলের প্রাক্তনীদের মিছিল। ১০টি স্কুলের প্রাক্তনীরা একসঙ্গে পথে মিছিল করে। চলে একাধিক ক্লাবের প্রতিবাদ। রবিবারের কলকাতার একটাই স্বর জাস্টিস ফর আরজি কর। তোমার আমার এক স্বর,  জাস্টিস ফর আর জি কর । 

আরও খবর,. রাতভর ধর্নাস্থলে স্বস্তিকা মুখোপাধ্যায়। 'কয়েকঘণ্টা কেটে গিয়েছে আমরা রেসপন্স পাচ্ছি না। বিচারের আশা তো রয়েছে। সরকার তো আমাদেরই সরকার, অন্য লোকেদের সরকার নয়। সরকার কেন বিচার এনে দেবে না আমাদের, কবে আনবে এটাই প্রশ্ন। ওই সিভিক ভলান্টিয়ার একাই পুরো কাণ্ড ঘটিয়েছে সেটা কেউ বিশ্বাস করছে না। এই আইওয়াশ আমরা কেউ বিশ্বাস করছি না। যে মেয়েটি অত্যাচারিত হয়ে মারা গেল তার বাবা-মায়ের প্রতি তো দায়িত্ব আছে, সেই বিচারটা হোক', বললেন স্বস্তিকা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram