RG Kar News: সন্দীপ ঘোষের গ্রেফতারের পর CBI তদন্তের গতি ঠিক কোনদিকে ?
ABP Ananda Live: CP -র কাছেই তাঁর পদত্যাগের আবেদন জানাবেন জুনিয়র চিকিৎসকরা। আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারিতে খুশি আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তবে পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। আর জি কর মেডিক্য়াল কলেজে দুর্নীতির মামলায় সিবিআই গ্রেফতার করল প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তাঁর নিরাপত্তারক্ষী আফসর আলি খানকে। সম্প্রতি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে এই আফসর আলি খানকে আর জি কর মেডিক্য়ালের বর্তমান অধ্য়ক্ষকে হুমকি দিতে দেখা যায়। এছাড়া বিপ্লব সিংহ এবং সুমন হাজরা নামে আরও দু'জনকে গ্রেফতার করেছে সিবিআই।
Tags :
Mamata Banerjee CBI Sandip Ghosh Kolkata Rape Case Kolkata Doctor Rape Case Kolkata Doctor Case Kolkata Doctor Murder Case Kolkata Murder Rape Case