RG Kar News: আর জি কর-কাণ্ডে টানা ৯ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে টানা ৯ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। আটদিনে ৮৮ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
আরও খবর...
এবার পূর্ব মেদিনীপুরেও প্রাথমিক শিক্ষক ও পড়ুয়াদের মিছিল-স্লোগানের ওপর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের। কিছু রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, বিজ্ঞপ্তিতে উল্লেখ। পড়ুয়াদেরকে তাঁরা ব্যবহার করছেন, এসব মানা হবে না, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, উল্লেখ বিজ্ঞপ্তিতে। শুরু রাজনৈতিক চাপানউতোর।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন রবীন্দ্র সরোবরের প্রাতঃভ্রমণকারীরা। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে সুমিতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রবীন্দ্র সরোবরের সামনে থেকে শুরু হয় মিছিল। সাদার্ন অ্যাভিনিউ ঘুরে প্রতিবাদ-মিছিল শেষ হয় রবীন্দ্র সরোবরেই।