RG Kar News:সেমিনার রুমের ভাইরাল ভিডিও প্রকাশ্যে I দেহ উদ্ধারের পর কেন ভিড় প্লেস অফ অকারেন্সে ?
ABP Ananda Live: ভাইরাল ভিডিও ভয়ানক। ৯ তারিখ এই ঘটনা ঘটার পর পুলিশের উচিত ছিল পুরো সেমিনার রুমকে ঘিরে দেওয়া। তদন্তকারী অফিসার ছাড়া সেখানে আর কেউ যেতে না পারে। আমরা দেখছি সেখানে একজন পুলিশ অফিসার রয়েছেন। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ আসতে দেরি হওয়ার কথা নয় কারণ আরজি করের মধ্যেই পুলিশ ফাঁড়ি রয়েছে। ফলে সেখানে দেখা যাচ্ছে পুলিশ ফাঁড়ির অফিসার সেখানে এসে পৌঁছেছে । কিন্তু প্রশ্ন হচ্ছে এসেই তিনি কেন প্রথমে স্পট টাকে ঘিরে দেননি? কেন সেমিনার রুমের মধ্যে এত লোক ঢুকবে? সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের লোক দেখা যাচ্ছে, তাঁরাই বা কেন কোনও পদক্ষেপ নেয়নি? বাইরের লোককেও সেখানে দেখা গিয়েছে। পুলিশের উপস্থিতিতে কেন এত লোক আসবেন? উঠছে এরকম একাধিক প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন এবিপি আনন্দের প্রতিনিধি অতনু হালদার।
Tags :
Health Minister Doctors Protest CBI Investigation West Bengal News CALCUTTA HIGH COURT Kolkata Doctor Murder Atanu Haldar