RG Kar News: রাস্তায় সিনিয়ার ডাক্তারদের মানববন্ধনের বেনজির ছবি দেখল মহানগর
ABP Ananda Live: এক স্বর সবার, বিচার চায় আর জি কর। জুনিয়রদের চিকিৎসকদের আন্দোলনে একদিকে সরল লোহার ব্য়ারিকেড। মাথানত করল পুলিশ অন্যদিকে, জুনিয়ারদের পাশে দাঁড়িয়ে ইএম বাইপাসে প্রায় ১৪ কিলোমিটার রাস্তায় সিনিয়ার ডাক্তারদের মানববন্ধনের বেনজির ছবি দেখল মহানগর।
আরও খবর, আর জি কর-কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য়। এই আবহেই গত শনিবার কষ্টার্জিত সরকারি বেতন নিয়ে নিয়ে প্রশ্ন তুলে, আন্দোলনকারী চিকিৎসকদের তীব্র কটাক্ষের পাশাপাশি, যাঁরা সরকারি পুরস্কার নিয়েছিলেন, তাঁরা সেই পুরস্কার ফেরত দেবেন কি না, তা নিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কাঞ্চন মল্লিক। এরপর সমালোচনার মুখে বেতন-মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও, সরকারি পুরস্কার ফেরতের মন্তব্যের জন্য কোনওরকম ক্ষমা বা দুঃখপ্রকাশও করেননি উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। এখনও পর্যন্ত এনিয়ে শাসক দলের তরফেও কোনও নিন্দা করা হয়নি। আর এই প্রেক্ষাপটেই, এবার রাজ্য সরকারের থেকে পাওয়া 'বিশেষ চলচ্চিত্র পুরস্কার'ও ফেরানোর সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মান "দীনবন্ধু মিত্র পুরস্কার" ফেরাচ্ছেন নাট্যকার চন্দন সেন। পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির দেওয়া শ্রেষ্ঠ নির্দেশকের সম্মান ফেরাচ্ছেন আরেক নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়।