ABP News

RG Kar news: 'অভয়ার মা-বাবাকে সিপিএম পরিচালনা করছে', বেলাগাম আক্রমণ শোভনদেবের

Continues below advertisement

ABP Ananda Live: পুলিশের উপর হামলা, সিউড়ির যুব তৃণমূল নেতা জালে। পাকড়াও আরও ১৪। ৩টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত। বীরভূমে তৃণমূলের লড়াইয়ে অস্ত্রের দাপাদাপি, মুর্শিদাবাদ-মালদাতেও গুলি! বৈষ্ণবনগরে মদের আসরে একজনের মৃত্যু, আহত ১। লালবাগেও শ্যুটআউট! কাঁকসার অপহরণকাণ্ডের পর শিয়ালদা অস্ত্র-কারবারেও ইঞ্জিনিয়ার যোগ! ধৃতদের কেউ বিটেক, কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কেউ আবার এমকম পাস! নিহত চিকিৎসকের পরিবারকেই বেলাগাম আক্রমণ। তালিকায় এবার শোভনদেবও! 

 

মহাকুম্ভে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০ জন

মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা গভীর রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে স্নান শুরুর আগে দুর্ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০ জন। জখম হয়েছেন অনেকে, গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরেই ফোনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। আপাতত আজ পুণ্যস্নানে অংশ না নেওয়ার কথা জানিয়েছে আখড়া সমাজ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram