RG Kar News: 'যে সরকারি কর্মীরা কর্মবিরতি করছেন, তাঁরা বেতন নেবেন তো?' প্রশ্ন তুললেন কাঞ্চন মল্লিক
Continues below advertisement
ABP Ananda live: এবার আর জি কর কাণ্ডে প্রতিবাদীদের উদ্দেশে প্রশ্ন তুললেন কাঞ্চন মল্লিক। 'যে সরকারি কর্মীরা কর্মবিরতি করছেন, তাঁরা বেতন নেবেন তো? সরকার পুজোর বোনাস দিলে, নেবেন তো? যে শিল্পীরা বিচার চেয়ে আন্দোলন করছেন, তাঁরা সরকারি পুরস্কার ফেরাবেন তো?' আর জি কর কাণ্ডের রাজ্যজুড়ে প্রতিবাদের মধ্যেই প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক ।
আরও খবর, 'যারা DA পাচ্ছে না তারা হাঁটছে, বলছে বিচার চাই'। 'লক্ষ্য কিন্তু আর জি কর-কাণ্ড নয়, তার বিচার চাই, DA-টা বাড়ছে না কেন?' 'অনেকে রাস্তায় নেমেছে, বদলি আটকে আছে বলে'।'নৃশংসভাবে ধর্ষণ হল, হত্যা হল, তার বাণী দূরে সরিয়ে দিয়েছে'। 'নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে বলছে বিচার চাই, মন্তব্য কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের।
Continues below advertisement
Tags :
Health Minister TMC Kanchan Mallik Doctors Protest CBI Investigation West Bengal News CALCUTTA HIGH COURT Kolkata Doctor Murder Rg Kar Update