RG Kar News: বাস্তিল দুর্গ পতন স্মরণ করানোর পর মর্যাদা নিয়ে বাঁচার ডাক, ফের সরব সুখেনদুশেখর
ABP Ananda live: শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা। গাড়ি ঘিরে বিক্ষোভ। রবিবারের পুনরাবৃত্তি বুধবারেরও। গড়িয়া থেকে সিঁথি-রাত দখল অভিযানেও মহিলাদের কটূক্তি। ধরে বেধড়ক মার। কোনওরকমে উদ্ধার করল পুলিশ। আর জি কর কাণ্ডের প্রতিবাদে নিভল আলো। জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া দিয়ে রাজ্য জুড়ে বেনজির প্রতিবাদ। আলো নিভল রাজভবন থেকে ভিক্টোরিয়াও। দিন বদলের স্বপ্নে রাত দখল। ১ ঘণ্টার জন্য নামল আঁধার। বিচারের দাবিতে হাতে মোমবাতি, মশাল নিয়ে প্রতিবাদে এক সুর কলকাতা থেকে কোচবিহার। বিচার যত পিছোবে, মিছিল তত এগোবে। আর জি কর মামলায় বলছেন আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টে কাল নয় আর জি কর মামলার শুনানি। শাসকের রক্তচক্ষুকে থোড়াই কেয়ার। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের হুমকির পরেও রাত দখল! বাস্তিল দুর্গ পতন স্মরণ করানোর পর মর্যাদা নিয়ে বাঁচার ডাক। ফের সরব সুখেনদুশেখর। দিল্লিতে মোমবাতি হাতে প্রতিবাদ, চোখে জল।