RG KAR LIVE: '১৪ই অগাস্ট এর মধ্যে তদন্ত শেষ করতে হবে', দাবি আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের
Continues below advertisement
ABP Ananda Live: '১৪ই অগাস্ট এর মধ্যে তদন্ত শেষ করতে হবে', দাবি আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের । এবার আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের ডেডলাইন। তাদের সমগ্র দাবি মেনে নেওয়া না পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন ।
আরও খবর, আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুন, লালবাজারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। নির্যাতিতার বাড়িতে প্রথম যার ফোন, কাল সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও তলব। কীসের ভিত্তিতে নির্যাতিতার বাড়িতে ফোন? জানতে চায় পুলিশ: সূত্র । আরজি করের ৭জন জুনিয়র চিকিৎসককে ডেকে লালবাজারে জিজ্ঞাসাবাদ। কাল আরজি করের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকেও লালবাজারে তলব । কলকাতা পুলিশের সিটের সদস্য সংখ্যা ৭ থেকে বাড়িয়ে করা হল ২৮ । শুধু ৪তলার নয়, পুলিশের নজরে হাসপাতালের ৩০টি ক্যামেরার ফুটেজ ।
Continues below advertisement
Tags :
West Bengal News KOlkata News Kolkata Doctor Death Kolkata Rape Murder Case Kolkata Woman Doctor Rape Kolkata Woman Doctor Murder Medical College Protest Protest In West Bengal Kolkata Doctors Death Rg Kar Medical College Protest Kolkata Doctor Protest Updates Kolkata Doctor News