RG Kar: 'বাড়িতে মিলছে না পুর-পরিষেবা', সামাজিক বয়কটের অভিযোগ অভয়ার পরিবারের
ABP Ananda LIVE: বাড়িতে কোনও পুর-পরিষেবা দেওয়া হচ্ছে না। তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার বিরুদ্ধে আজ এমনই অভিযোগ করলেন অভয়ার পরিবার। একঘরে করে দেওয়া হয়েছে আমাদের, আগেকার দিনে যেমন ছিল, সেইভাবেই আমরা আছি। এই অভিযোগের পর এবার পুরসভার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করলেন আরজি করের নিহত তরুণী চিকিৎসকের বাবা। মঙ্গলবার ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি ও সমীক্ষা করতে এলাকায় যান পুরসভার কর্মীরা। ইচ্ছাকৃতভাবে তাঁদের বাড়ি বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও পুরসভার দাবি, শোকের আবহে পরিবারকে বিরক্ত না করতেই বাড়িতে যাননি পুরকর্মীরা। শনিবার নবান্ন অভিযান ঘিরে দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নেয় পার্ক স্ট্রিট, সাঁতরাগাছি-সহ বিভিন্ন এলাকা। সেই ঘটনায়, বিজেপি বিধায়ক, নেতা-কর্মীদের বিরুদ্ধে ৭টি FIR দায়ের দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁদের মধ্যে সজল ঘোষ, তমোঘ্ন ঘোষ অশোক দিন্দা সহ ৬ জনকে তলব করা হয়েছে। পুলিশকে হুমকি, কুকথা বলার অভিযোগে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে ১৭ অগাস্ট, রবিবার নিউ মার্কেট থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
এবং সজল ঘোষকে হাজিরা দিতে বলা হয়েছে ১৯ তারিখ।