RG Kar News: কেমন আছেন অভয়ার মা ? কী জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ
ABP Ananda LIVE: অভয়ার মাকে কাল কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হবে, জানালেন সজল ঘোষ । 'আপাতত পর্যবেক্ষণে আছেন, যা চিকিৎসা দরকার তা পাচ্ছেন না' । অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের । পার্ক স্ট্রিটে পুলিশের লাঠিচার্জে আহত, দাবি অভয়ার বাবা-মায়ের । আহত অভয়ার মা, ভর্তি মেডিকা হাসপাতালে । পুলিশের বিরুদ্ধে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ অভয়ার মা-বাবার । মারধরের অভিযোগ অস্বীকার পুলিশের
আরও খবর...
অভয়ার মাকে মারধরের অভিযোগ, কৌস্তভ বাগচীকে নিশানা কুণাল ঘোষের।'অভয়ার মাকে ধাক্কা দিচ্ছে বিজেপির ন্যাড়া নাড়ু, ক্যামেরায় মুখ দেখাবে বলে। বাবা-মাকে নিয়ে এই কুৎসিত নাটক, রাজনীতি যে হবে, গতকালই বলেছিলাম, মিলিয়ে নিন', কৌস্তভ বাগচীর নাম না করে সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের
অভয়া কাণ্ডের বছর পার, নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। অপরদিকে,হাজরা মোড়ে অভয়া মঞ্চের অভিযানে প্রতিবাদ, কান্নায় ভেঙে পড়লেন কালীগঞ্জে নিহত তামান্নার মা। বললেন, 'মমতার গুন্ডারা আমার মেয়েকে মেরে দিয়েছে..আমায় আটকানো যাবে না, ১৪ জন এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে..', আমৃত্যু 'লড়াই' চালানোর হুঁশিয়ারি তামান্নার মায়ের