RG Kar: অভয়ার পরিবারের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি কুণালের, উদ্দেশ্য থেকে নড়ব না : অভয়ার বাবা

ABP Ananda LIVE: ABP Ananda LIVE: অভয়ার পরিবারকে এবার আইনি নোটিস কুণাল ঘোষের । অভয়ার পরিবারের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি । রাজনৈতিক দলের শেখানো কথা বলছেন বলে আক্রমণ । কোনও নোটিস পাইনি, ওনার কথার কোনও জবাবও দেব না' । 'ভয় দেখিয়ে লাভ নেই, আমাদের একটাই লক্ষ্য মেয়ের জন্য বিচার' । তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে পাল্টা আক্রমণে অভয়ার পরিবার

 

ISF News: অসুস্থ বিধায়ক নৌশাদ সিদ্দিকি ! ধর্মতলায় ISF-এর কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, ধস্তাধস্তি; পুলিশের ধরপাকড়

সংশোধিত ওয়াকফ আইন, SIR ইস্যুতে হয়রানির অভিযোগে ধর্মতলায় ISF-এর কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি। ধস্তাধস্তি, পুলিশের ধরপাকড়। ধর্মতলা থেকে আটক করে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হলে অসুস্থ হয়ে পড়েন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। সেখান থেকে পুলিশ তাঁকে চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। এদিকে বিক্ষোভকারী বহু আইএসএফ কর্মী-সমর্থককে আটক করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola