RG Kar Protest: 'মনে হয় না আমাদের টলানো এবার খুব সহজ হবে', মিছিলে নেমে কী বললেন স্বস্তিকা? ABP Ananda Live
Continues below advertisement
রবিবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজের মিছিলে পা মিলিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এর আগেও এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনি। এদিন মিছিলে তিনি বলেন, '২৩ দিন হয়ে গিয়েছে। একজন মানুষের পক্ষে তো এতবড় একটা ঘটনা ঘটানোটা সম্ভব নয়। যদি এতটাই সহজ ছিল তাহলে প্রথমেই এটাকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার দরকার পড়ল কেন? সিবিআই এতদিন ধরে তদন্ত করছে এবার তো কোনও একটা আপডেট আসা উচিত। পুরোটাই ধোঁয়াশা হয়ে রয়েছে। অন্ধকারে রয়েছি।' তাঁর সংযোজন, 'সবাই ভেবেছিল ওই ২-৪ দিন সবাই খুব চিৎকার-চেঁচামেচি করবে। তারপর গোটা ব্যাপারটাই হালকা হয়ে যাবে। আমার মনে হয় না এটা নিয়ে এত দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে এবার আমাদের টলানোটা খুব সহজ হবে।'
Continues below advertisement