RG Kar Case: 'আর অন্ধকার দেখতে চাই না', সু্প্রিম কোর্টের রায়ে আলোর প্রতিফলন দেখার আশায় শঙ্কর
শিলিগুড়িতে ভোর দখল। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে রাত থেকে ভোর পর্যন্ত রাস্তায় মানুষ। মোমবাতির আলোয়, রঙে-রেখায় গানে-স্লোগানে চলল প্রতিবাদ। 'আর অন্ধকার দেখতে চাই না', সু্প্রিম কোর্টের রায়ে আলোর প্রতিফলন দেখার আশায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত জাগলেন মানুষ। রাতভর ধর্নায় ছিলেন আর জি কর মেডিক্যালের চিকিৎসক ও পড়ুয়ারা। এই আশ্বিনে দুর্গার ছবিতে আঁকা হল প্রতিবাদের বোধন।
সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির আগেই ফের রাত দখল। কলকাতা থেকে জেলা। চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচারের দাবিতে রাজপথে জনগণের গর্জন। গান-কবিতা, পথনাটিকা, রং-তুলি, মোমবাতি-মশাল জ্বেলে হল প্রতিবাদ। রাজপথ হয়ে উঠল ক্য়ানভাস। শহর থেকে শহরতলি ও জেলায় জেলায় প্রতিবাদে সামিল হলেন বিদ্বজ্জন থেকে সাধারণ মানুষ।
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত জাগলেন মানুষ। রাতভর ধর্নায় ছিলেন আর জি কর মেডিক্যালের চিকিৎসক ও পড়ুয়ারা। এই আশ্বিনে দুর্গার ছবিতে আঁকা হল প্রতিবাদের বোধন।