RG Kar Protest: 'চা খেতে খেতে ভুলে যাবেন না, তিলোত্তমা বিচার পায়নি', অভিনব প্রতিবাদ হুগলির এক চা বিক্রেতার
Continues below advertisement
সল্টলেকে যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলন করে যাচ্ছেন, তখন হুগলির বলাগড়ে নিজের দোকানে বসেই অভিনব প্রতিবাদ জানাচ্ছে এক চা বিক্রেতা। দোকানে লাগানো পোস্টারে তিনি লিখেছেন, চা খেতে খেতে ভুলে যাবেন না, তিলোত্তমা বিচার পায়নি, আজ ৩৪ দিন। যতদিন না পর্যন্ত বিচার হচ্ছে, ততদিন এই প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন চা বিক্রেতা জয় ধর।
আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে এভাবেই নিঃশব্দে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন চা বিক্রেতা জয়। তাঁর দাবি, বিচার না হওয়া অবধি মানুষ যেন এই ন্যক্কারজনক ঘটনাকে ভুলে না যায়, তারজন্যই এই প্রচেষ্টা। তাই বিচারের দাবিতে যখন একটার পর একটা দিন কেটে যাচ্ছে, তখন দোকানে লাগানো পোস্টারেও একটি একটি করে দিন বাড়িয়ে যাচ্ছেন চা বিক্রেতা।
Continues below advertisement
Tags :
RG Kar Principal RG Kar Protest RG Kar Incident RG KAr News RG Kar News Update RG Kar Medical College Incident RG KAR Rg Kar Latest News Cbi Rg Kar Latest News Today